Skip to content
Bangla Hub
  • Home
  • Job News
  • Government Scheme
  • Scholarships
  • Latest News
  • Tech News
National Savings Recurring Deposit Scheme (ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট স্কিম)

পোস্ট অফিসের এই স্কিমে প্রতিমাসে ৫০০০ টাকা বিনিয়োগ করলে পাওয়া যাবে ৩ লক্ষ টাকা।

April 20, 2024 by banglahub

ভারতীয় পোস্টের তরফে ভারতীয় নাগরিকদের সুবিধার খাতিরে বিভিন্ন প্রকার স্কিম কার্যকরী করা হয়েছে, যার আওতায় নাগরিকরা নিজের সুবিধা অনুযায়ী আমানত জমা করার মাধ্যমে সুদ সহ আরো অন্যান্য আর্থিক সুবিধা পেয়ে থাকেন। আর পোস্ট অফিসের তরফে কার্যকরী তেমনি একটি বিশেষ স্কিম হল ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট স্কিম। এই স্কিমের আওতায় প্রত্যেক মাসে মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে আপনিও তিন লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন। চলুন তবে ইন্ডিয়ান পোস্টের এই বিশেষ স্কিমটি সম্পর্কে জেনে নেওয়া যাক।

স্কিম সম্পর্কে বিস্তারিত: ইন্ডিয়ান পোস্ট -এর তরফে কার্যকরী এই বিশেষ স্কিমটি পাঁচ বছর মেয়াদের রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট নামেও বিশেষভাবে পরিচিত। ভারতীয় পোস্টের তরফে জারি করা তথ্য অনুসারে এই স্কিমের অধীনে কত টাকা সুদ পাওয়া যাবে তা প্রত্যেক তিন মাস অন্তর অন্তর নির্ধারণ করা হয়ে থাকে। এক্ষেত্রে ৩০ শে জুন, ২০২৪ তারিখে শেষ হওয়া ত্রৈমাসিকে এই স্কিমের উপভোক্তারা ৬.৭% হারে সুদ পাবেন। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, এই স্কিমের আওতায় আপনাকে ৫ বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে হবে।

আরও পড়ুন: পিএম কিষাণ যোজনার ১৭ তম কিস্তির টাকা কবে পাবেন, জেনে নিন।

বিনিয়োগের পরিমাণ: এক্ষেত্রে বিনিয়োগকারী সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে ১০০ -এর গুণিতকে যেকোনো অর্থরাশি বিনিয়োগ করতে পারেন। তবে এই স্কিমের আওতায় সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যাবে তার কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়নি। সুতরাং, আপনিও যদি এই স্কিমের আওতায় নিজস্ব অর্থ বিনিয়োগ করতে চান তবে ১০০ টাকা থেকে শুরু করে নিজের সুবিধা মাফিক যেকোনো পরিমাণ অর্থরাশি বিনিয়োগ করতে পারবেন।

মেয়াদ পূর্তি এবং প্রত্যাহার: ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, রেকারিং ডিপোজিট স্কিমের আওতায় বিনিয়োগের মেয়াদকাল ৫ বছর। যদিও ম্যাচিউরিটির পর আরো ৫ বছরের জন্য রেকারিং ডিপোজিট স্কিমের মেয়াদকাল বাড়ানো সম্ভব। তবে বিনিয়োগকারী চাইলে বিনিয়োগের দিন থেকে শুরু করে ৩ বছর পর এই স্কিম থেকে আমানত প্রত্যাহার করে নিতে পারবেন।

5-Year Post Office Recurring Deposit Account

রিটার্ন: কোনো ব্যক্তি যদি পাঁচ বছরের জন্য প্রতি মাসে ৫০০০ টাকা করে বিনিয়োগ করেন তবে পাঁচ বছর শেষে তিনি ৩,৫৬,৮২৯ টাকা ফেরত পাবেন। অন্যদিকে, তিনি যদি তিন বছর কিংবা চার বছরে অকাল প্রত্যাহার করে নেন তবে তিনি যথাক্রমে ৬৭,৪৯২ টাকা এবং ৭০,১৯২ টাকা ফেরত পাবেন। অন্যদিকে, কোনো ব্যক্তি যদি ৫ বছরের জন্য প্রত্যেক মাসে ১২০০০ টাকা করে বিনিয়োগ করেন তবে ম্যাচিউরিটির পর তিনি ৮,৫৬,৩৯০ টাকা ফেরত পাবেন। এক্ষেত্রে উক্ত ব্যক্তি যদি তিন বছর এবং চার বছর মেয়াদ শেষে আমানত অকাল প্রত্যাহার করেন তবে তিনি যথাক্রমে ১,৬১,৯৮০ টাকা এবং ১,৬৮,৪৬০ টাকা ফেরত পাবেন।

Official WebsiteLink
Categories Investment Tags National Savings Recurring Deposit, National Savings Recurring Deposit Account, ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট স্কিম, পোস্ট অফিসের স্কিম, রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট
পিএম কিষাণ যোজনার ১৭ তম কিস্তির টাকা কবে পাবেন, জেনে নিন।
নবান্ন স্কলারশিপের আন্ডারে রাজ্য সরকার প্রত্যেক শিক্ষার্থীকে দিচ্ছে ১০ হাজার টাকা।

Recent Posts

  • Oppo K13 Turbo 5G মোবাইল ভারতে লঞ্চের তারিখ,মূল্য নিশ্চিত করা হয়েছে
  • Samsung Galaxy A17 5G লঞ্চ হল Exynos 1330 SoC সহ: দাম, স্পেসিফিকেশন
  • অ্যাপল আইফোন ১৭ প্রো ম্যাক্স লঞ্চের তারিখ, দাম, ডিজাইন, রঙের বিকল্প, স্পেসিফিকেশন
  • ভারতে ভিভো ওয়াই৪০০ এর দাম বিস্তারিত তথ্য
  • Moto G86 Power 5G ভারতে লঞ্চ হল, 6,720mAh ব্যাটারি, 50-মেগাপিক্সেল Sony LYTIA-600 ক্যামেরা সহ

Categories

  • Blog
  • Business
  • Document Updates
  • Education
  • Government Scheme
  • Investment
  • Job News
  • Latest News
  • Others
  • Scholarships
  • Tech News
  • Trending
  • Home
  • Aboute Us
  • Contact Us
  • Private Policy
  • Disclaimer
© 2025 Bangla Hub