BusinessLatest News

IT Return Filing step: আইটিআর ফাইলের ডেডলাইন বদলাচ্ছে? জানাল আয়কর দফতর

আজই আয়কর রিটার্ন ফাইল করার শেষ দিন। তবে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছিল যে আয়কর রিটার্নের সময়সীমা বাড়াতে পারে সরকার। তবে এই সব জল্পনার মাঝেই আয়কর দফতর মুখ খুলেছে। এদিকে অনলাইনে নিজেই কীভাবে সহজে আয়কর রিটার্ন ফাইল করা যায়? সেই সংক্রান্ত গাইড রইল এখানে।

WhatsApp Image 2024 08 01 at 11.03.39 AM

1:-আজই আয়কর রিটার্ন ফাইল করার শেষ দিন। তবে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছিল যে আয়কর রিটার্নের সময়সীমা বাড়াতে পারে সরকার। তবে এই সব জল্পনার মাঝেই আয়কর দফতর মুখ খুলেছে। স্পষ্ট ভাষায় তারা জানিয়ে দিয়েছে, আয়কর রিটার্ন ফাইলের জন্যে সময় বাড়ানো হবে না আর। এই আবহে বিনামূল্যে আয়কর রিটার্ন ফাইল করতে সহজে উপায়গুলি জেনে নিন।   

WhatsApp Image 2024 08 01 at 11.10.48 AM

2:-অনলাইনে ই-ফাইলিং পোর্টাল বা অ্যাপ থেকে নিজেই আয়কর রিটার্ন ফাইল করা যায়। তাছাড়া প্রয়োজনে কোনও চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাহায্যও নেওয়া যায় এর জন্যে। আয়কর রিটার্ন ফাইল করার জন্যে যখন বসবেন, হাতের কাছে যেন এই সব নথিপত্র থাকে – ফর্ম ১৬, ফর্ম ১৬এ, ফর্ম ২৬এএস, মূলধনী আয়ের স্টেটমেন্ট, কর ছাড়ের যাবতীয় প্রমাণপত্র।  

WhatsApp Image 2024 08 01 at 11.10.48 AM 1

3:-এই সব নথি হাতের সামনে গুছিয়ে নিয়ে প্রথমে আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টালে যান। সেখানে আপনার প্যান, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করুন। ‘ই-ফাইল’ মেনুতে নেভিগেট করুন এবং ‘আয়কর রিটার্ন’ বিকল্পটি বেছে নিন। আপনার আয়ের উপর ভিত্তি করে উপযুক্ত আইটিআর ফর্ম বেছে নিন। যদি আপনার ফর্ম ১৬ থাকে, তাহলে আইটিআর-১ বা আইটিআর-২ বেছে নিতে হবে আপনাকে।  

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group