Latest NewsBlog

সম্পূর্ণ বদলে যাবে বঙ্গের আবহাওয়া? নতুন সপ্তাহে কী পরিস্থিতি? রইল আপডেট

এখনও দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে বৃষ্টিতে ঘাটতি। উপকূলের জেলাগুলিতে ঘাটতি সবথেকে বেশিই দক্ষিণবঙ্গের মধ্যে। এই জেলাগুলিতে ৫০ থেকে ৫৫ শতাংশ ঘাটতি রয়েছে বৃষ্টির। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে ৩৪ থেকে ৪৬ শতাংশ। পশ্চিমের জেলাগুলিতে ঘাটতি ৩৪ থেকে ৫২ শতাংশ।

নদিয়াতে ৫৬ শতাংশ ঘাটতি. যা দক্ষিণবঙ্গের মধ্যে সর্বোচ্চ। পশ্চিম মেদিনীপুরে ৫২ শতাংশ বৃষ্টির ঘাটতি। মুর্শিদাবাদ জেলায় ৪৬ শতাংশ ঘাটতি। পশ্চিম বর্ধমানে ৩৪ শতাংশ ঘাটতি। হুগলিতে ৩৪ শতাংশ ঘাটতি রয়েছে বৃষ্টির।

নতুন করে একটি ঘূর্ণাবর্ত অঞ্চল তৈরি হয়েছে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ড ও ওড়িশাতে এই ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা দেহেরী রাঁচি বালাসোর হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত।

সোমবার থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। দক্ষিণবঙ্গে আরও ৭-১০ দিন ভারী বৃষ্টি হবে। উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতেও প্রবল বৃষ্টি অনেকটাই কমবে। সোমবারের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে।

মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর সক্রিয়। এর প্রভাবে আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি।

মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, হিসার, দিল্লি, বরাবাঁকি, দেহেরি, আসানসোল হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে অসম, ঝাড়খণ্ড, গুজরাতে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেটি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি।

মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর সক্রিয় । সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে। বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।

সোমবার থেকে স্ক্যাটারড রেইনের সম্ভাবনা। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। ২৫ জুলাই পর্যন্ত বৃষ্টির বাড়ার সম্ভাবনা নেই। আপাতত ভারী বৃষ্টিরও  কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। অতিবৃষ্টি কমে যাওয়ায় সোমবার থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি উত্তরবঙ্গে।

সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরবঙ্গের চার জেলায়।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সামান্য বৃষ্টির সম্ভাবনা। আগামী ৭ থেকে ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে .৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য।

আরোও পড়ুন :-

সুসংবাদ, এবার মেয়েরা পাবে ৩০০০ আর ছেলেরা পাবে ২৫০০ টাকা, আবেদন করুন এই স্কলারশিপ

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group